ভালোবাসতে বলছি না
একটু দাড়িয়ে থেকো
এলোকেশি চুলগুলো
উর্ধপানে খেলতে দিও
আমি শেষ মুহূর্তটুকু
সঞ্চিত রাখতে চাই।


সিনেমার উত্তম কুমার
আর উপন্যাসের হিমুও নই
সুচিকে চাইলেই পাব
কল্পনার সাগরের  ডুবুরী নয়
বাস্তবতা মেনে নিয়ে
শেষ চেষ্ঠাটুকু করতে চাই।


বনলতা  চেয়ে দেখ
আকাশে চাঁদ  উঠেছে
বাগানেও  ফুল ফুটেছে
এইতো মোক্ষম সময়
লজ্জায় মাথা খেয়ে
তোমার মাঝে হারাতে চাই।


শীতের বিষন্নতার পর
বসন্ত ফিরে এসেছে
পাখির অমিয় গানগুলো
আজও বেজে চলছে
পাহাড় আর মেঘের  প্রেমটা
বেশ জমে উঠেছে।


হেরে গেছ বনলতা
ভেবেছ গলায় দড়ি দিয়েছি
আমিতো মৃত্যুঞ্জয়
ঐ সুউচ্চ পাহাড়টার প্রতীক
হয়ত তাজমহল পেতে না
এক অকৃত্তিম ভালোবাসা পেতে।