বিপ্লব মৃত নয়
বিপ্লব পাথরকুচির ন্যায়
সুক্ষ পত্র থেকে
নতুন  বৃক্ষ সৃষ্টির নাম বিপ্লব।


দীর্ঘ দিবসের প্রচেষ্ঠায়
পুষ্পের মধুকণা থেকে
বিশাল মৌচাক গঠন
এক অভিনব বিপ্লব।


ক্ষুদ্র পিপীলিকা
ঐক্যবদ্ধ হয়ে
ঘাতক ফড়িংকে প্রতিহত করা
এক অকৃত্তিম বিপ্লব।


প্রলয়ঙ্করী ঘূর্নীঝড়ের বিভীষিকায়
পত্রহীন বৃক্ষের
মস্তক উচু করে দাড়ানো
এক শাশ্বত বিপ্লব।


বিপদ আসন্ন দেখেও
ক্ষুদ্র ভেলা নিয়ে
মাঝির সমুদ্র যাত্রা
এক দুঃসাহসিক বিপ্লব।


রৌদ্র তাপকে উপেক্ষা করে
বন্ধ্যা ভূ-গর্ভে
প্রাণের সঞ্চালন ঘটানো
এক অবিশ্বাস্য বিপ্লব।


মাতৃভাষাকে সচল রাখতে
অত্যাচারি শাসকের বিরূদ্ধে
রক্তের মহাকাব্য রচনা
এক আত্নত্যাগের বিপ্লব।


সৈরাচারের নিপাত ঘটাতে
সকল বাধা ডিঙ্গে
যুবকের স্বেচ্চায় আত্নত্যাগ
এক বিপ্লবীর বিপ্লব।


বিশ্ব মানচিত্রের বুকে
স্বদেশকে স্থান দিতে
লক্ষ মানুষের আত্নহুতি
এক ঐতিহাসিক বিপ্লব।


বিপ্লব মৃত নয়
বিপ্লব স্রোতোসিনীর ন্যায়
যে বয়ে চলছে
চলতেই থাকবে অবিরাম।