লেখার নাম: হারানো বিজ্ঞপ্তি


আমার কিছু নদী হারিয়েছে,
সাথে ছুঁয়ে দেখা পাহাড়ের অনুভূতি,
ঝরনার গায়ে প্রখর পাথর-
বহুদিন বৃষ্টিহীন।
কোথাও মেঘ নেই,
স্নেহ নেই,
হৃদপিণ্ডে অগ্নি ঝরে অবিরত।
আরও কত কিছু পেয়ে যাই,
দুঃখ পাওয়া হচ্ছে না।
তুমি তো চলেই গিয়েছো শ্রাবণে,
আর কটা দিন থেকে গেলেই পারতে,
হিম শীতল বিহঙ্গ বাতাসে-
নগরীর শেষ প্রান্তে
মত্য কোলাহলে
ভালবাসা ডুবে গেছে।


দেখে যাও-
ডুবুরির দল খুঁজে পেয়েছে-রুদ্র ঝড়ের স্তব্ধতা,
খুজে পেয়েছে-বাঁ পাশের হৃদয়,
খুঁজে পেয়েছে-তোমার অভাবে শুকিয়ে যাওয়া
নিথর দেহ,
খুঁজে পেয়েছে -ক্ষতবিক্ষত আমৃত্যু আক্ষেপ,


আরও পাওয়া গেছে-নিরুত্তর ম্যাগাজিনের
প্রথম পাতায়-
একটি হারানো বিজ্ঞপ্তি।