আমায় তুমি রাখবে মনে দীর্ঘ সময় ধরে
কোনদিনই তোমার কাছে চাইনি এমন করে।
আজ যা ঘটে কতদিন আর সময় রাখে তুলে
ঘটেছিল কালকে যা, তা সময় গেছে ভুলে।


তেমনি করে আমায় ভুলে কালকে নাহয় হেসো
ফেলে যাওয়া জগতটাকে আবার ভালোবেসো।
হিমেল রাতের শেষে আবার নতুন সূর্য এলে
উষ্ণতা তার গায়ে মেখো তুষার পায়ে ঠেলে।


লাগিয়ে যাওয়া গাছের গোঁড়ায় যত্নে দিয়ো জল
হয়তো সে কাল আনবে হেসে নতুন ফুল ও ফল।
সে সব যদি জড়াও বুকে তাদের মাঝে নেমে
বুঝবে তুমি গন্ধে-স্বাদে সময় আছে থেমে।


ভালোবাসার মানুষ গেলেও ভালোবাসা থাকে
যে গেছে তার ভালোবাসা অন্যের মাঝে ডাকে।
তাদের ভালোবাসায় দিয়ো ভালোবাসার সাড়া
আমার যা, তা সবই ভুলো - ভালোবাসা ছাড়া।