ভাবের এ সাগরে আছি যে সাঁতারে
ডুবা ছাড়া সেথা কভু ভাসা নেই -
ভাষা নেই, তার ভাষা নেই।


কতকিছু হয় না কতকিছু রয় না,
সেই রয় যার থাকা আশা নেই -
ভাষা নেই, তার ভাষা নেই।


বড় ভাব বড় কথা চায় শুধু নীরবতা
এই বুক ছাড়া যার বাসা নেই -
ভাষা নেই, তার ভাষা নেই।


ভাবের যে অম্বুদ বুকে তোলে বুদবুদ
তা ছাড়া তো মুখে কাঁদা হাসা নেই -
ভাষা নেই, তার ভাষা নেই।