প্রথম যেদিন মানুষ সৃজিল একটি মাটির পিদিম
অহমে জ্বলিয়া উঠিল বলিয়া পিদিম
আমার মতো পৃথিবীর বুকে কে আছে দীপ্তিমান?  
ক্ষণিক পরে সূর্য উঠিল গগনে
প্রখর আলো হইল প্রখরতর,  
মাটির পিদিম আনত শিরে লজ্জিত-ম্রিয়মান।


সূর্য কহিল, জানি ছোট তুমি, ক্ষুদ্র তোমার পরিসর,
স্তিমিত তোমার আলো,
তবু তো তুমি আমারই প্রতিনিধি -  
আমি তাই রবো আধেক সময় সকলের অগোচরে
ভঙ্গ হবে না কোনদিন এই বিধি,
সবাই দেখো তোমারে  ঠিকই রাখিবে যতনে ঘরে।
----------------------------------------------------------
# এটি কবিতা কি অকবিতা জানিনা, তবে আজকের এই ক্ষুদ্র
লেখাটি আমার সুর্য বন্ধু অনিরুদ্ধ বুলবুলকে উত্সর্গ করলাম।