পথিক চলে পথের বুকে লক্ষ্য অনেক দূরে
পথের দু’পাশ যা দেখায় তা দেখে পথিক ঘুরে -
পথের মাঝে সময় কাটে
অনেক কিছু জমায় গাঁটে
নেবেই সে সব অচিন হাটে
মন ময়ূরী গায় সদা সেই লক্ষ্যে যাওয়ার সুরে
পথিক সে মন চায় যে যেতে পথের শেষে উড়ে।


পথের মাঝে অনেক পথিক হয় যে চলার সাথী
কারো সাথে ক্ষণিক কাটে, কারো সাথে রাতি -
কতক আলাপ, লেনা-দেনা
কতক যে তার বেচা-কেনা
কেউ বা চেনা, কেউ অচেনা
সবার সাথে পথের মাঝে পথিক থাকে মাতি
পথ শুধু তার সাক্ষী থাকে সদাই দু’কান পাতি।


পথের মাঝে ঝড়ের সাথে বজ্র ওঠে ডেকে
আলো-আঁধার খেলা করে গগন থেকে থেকে -
বজ্রে ঝরা অনল-তাপে
পথের বুকে পথিক কাঁপে
আশায় তবু ক্ষণটি যাপে
পথের পাওয়া রত্নগুলো যাবে সেথায় রেখে
যেথায় কারো বুকে র’বে প্রাণের পরশ মেখে!


পথিক হেঁটে দিনে দিনে দিনের শেষে আসে
ক্লান্ত পথিক নামায় যে তার বোঝা পথের পাশে -
সেই পথিকের দিনের শেষে
অন্য আর এক পথিক এসে
তার সে বোঝা নেয় যে হেসে
তার জমানো রত্নগুলো কালের স্রোতে ভাসে
স্তব্ধ থামা পথিককে আর পথ না ভালোবাসে।


পথের মাঝে হারিয়ে যাওয়া হাজার পথিকজনে
পথ ভুলে যায় ক’দিন পরে, রাখে না আর মনে -
অনন্ত পথ আবার ডাকে
নতুন পথিক পথের বাঁকে
এমনি ভাবে চলতে থাকে
ছলনাময় অশেষ খেলা সব পথিকের সনে
মহাকালের বুকে খেলা খেলছে যে যার ক্ষণে।