(কবিবন্ধু প্রবীর চ্যাটার্জীকে উৎসর্গ করলাম)


ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো বন্ধু,
যদি ব্যথা দিয়ে থাকি শুধু খেলাছলে
যদি তুমি পুড়ে থাকো সে খেলার অনলে
জেনো ওগো বন্ধু,
বেদনার বহ্নিশিখা এ বুকেও জ্বলে।


একদিন নরম আলোর রঙিন সকালে
অজান্তে করেছিনু শুরু এই খেলা
বুঝিনি কাঁদাবে তা এ নীরব বেদনায়
নিঠুর তপ্ত রোদে, যতই গড়াবে বেলা।
নিঠুর সে দহন, শুধু পোড়ায় যখন
বন্ধু গো, সময় এখন
এসো নিভাই তা নয়নের জলে।
ক্ষমা করো,
যদি ব্যথা দিয়ে থাকি শুধু খেলাছলে।


প্রতিদিন আনমনে, সুন্দর এ বাগানে
ফুটে ওঠে কত শত ফুল
রং তার মুছে দেবে বন্ধু নিজ রং দিয়ে?
ভুল, জেনো বন্ধু, সে অতি ভুল।
এসো ওগো সাথী, দোঁহে কান পাতি
রঙে রঙে ফুল দিনরাতি
শুনে যাই বেদনার কোন কথা বলে।
ক্ষমা করো,
যদি ব্যথা দিয়ে থাকি শুধু খেলাছলে।