ইকবাল ভাই           আবার সে যায়
            ডাক্তারখানাতে
বলে হেসে হেসে    ব্যথা গেলো শেষে
        এলাম তাই জানাতে।


ডাক্তার হেসে        খুব কাছে এসে
        গায়ে তার রাখে হাত
বলে, ওরে বেটা     ভেবে তোর ব্যথা
      নির্ঘুম গেলো তিনরাত।
বড় ভালো লাগে    জানতাম আগে
     ঔষধে হবেই তো কাজ
বাকি যত ফিস     শোধ করে দিস
    পুরোটাই তবে যেন আজ।


ইকবাল কয়          ঔষধে নয়
    সারলো তা অন্য কারণে
গণিতের শিক্ষক   হলেন তো রক্ষক
   ম্যাথমেটিকেল অপারেশনে।
পরে আমি শুনি    করেছেন উনি
   সাক্সেসিভ ডিফারেন্সিয়েশন
ফলাফল তার       শূণ্য আবার
   পেটে যা ছিল অপ্রয়োজন।
তারপর নাকি      করলেন তা কি
    ডেফিনিটিভ ইন্টিগ্রেশন।
এখন এ পেটে     দেখো যদি কেটে
   বেদরকারী আর কিছু নাই
সেই সাথে বেটা   ব্যথা ছিল যেটা
    সেও যেন পালালো কোথায়!