যে বাঁধনে বেঁধেছো গো বন্ধু, কেমনে তা যাই বলো ছিঁড়ে?
তোমাদের মাঝে তাই বন্ধু, বারবার আসি আমি ফিরে।


একসাথে ফুটাই যে পাথরের বুকে ফুল
পাঁপড়িরা ঝরে গেলে হই যে ব্যাকুল।
শ্রাবনের বরিষণে ঘন কালো গগনে
খুঁজে ফিরি চাঁদখানি, দিক ভুলে হেঁটে চলা মেঘেদের ভিড়ে।


জানি আজ বাঁধা আছে এ হৃদয় হৃদয়ে
তাই মন কেঁদে যাবে একদিন বিদায়ে।
আজ যেথা বহু পাখি গানে গানে যায় ডাকি
একদিন এক পাখি ফিরবে না বন্ধু, গান গেয়ে সেই সুখ নীড়ে।


যেই ফুল ভেসে চলে তটিনীর স্রোতে
সে কতদিন রবে দূরে মোহনা হতে?
নাই যদি পারো তারে চিরদিন ভুলিবারে
সৌরভ খুঁজো তার বন্ধু, একদিন এসে সেই তটিনীর তীরে।


==================================
২৭/০২/১৭ তে লেখা আমার গীতিকবিতা "বিদায় রাগিনী" তে অনুপ্রাণিত হয়ে কবিবন্ধু নূরুল ইসলাম (দীপ্তিমান কবি) লিখেছিলেন গীতিকবিতা "আমার মন বসে না" ২৮/০২/১৭ তে যা তিনি আসরের সব কবিবন্ধুদের উত্সর্গ করেছিলেন। মন্তব্যে লিখেছিলাম গানে গানে আরও কিছু কথা হবে। আজ সেই কথাগুলো লিখলাম "বাঁধন ছেড়ার ব্যথা"-তে, উত্সর্গ করলাম কবিবন্ধু নূরুল ইসলামকে। তবে আশা রাখি এ গোলাপ আসরের সব বন্ধুদের জন্যে সুবাস ছড়াতে কার্পণ্য করবে না।