বর্ণিল ফুলগুচ্ছ ফুলদানি সাজায়
সমাদরে ব্যবহার দেবতা পূজায়।
প্রিয়তম মানুষকে শ্রেষ্ঠ উপহার
সাজাতে নারীর খোঁপা জুড়ি নেই তার।
বিমুগ্ধ হৃদয়ে সবে ধরে তারে বুকে
সুগন্ধে বিভোর হয় কী নিবিড় সুখে!
একটি ফুলের মৃত্যু তোলে আলোড়ন
পাষন্ডের খ্যাতি পায় হন্তারক জন।


প্রতিদিন যার সেবা সে ফুল ফুটায়
শ্রমে ঝরা ঘর্ম তার দুর্গন্ধ ছুটায়।
শীর্ণদেহ ঢাকে তার শত ছিন্ন তালি
অবহেলা নিয়ে বাঁচে বাগানের মালি।
হতভাগা হয়নি যে খোঁপা, ফুলদানি,
প্রিয়জন অথবা মাটির মূর্তিখানি!