পৌষ ও মাঘের ফন্দি যত আজ সহসা হলো ভুল
ঝরা পাতার কান্না ভুলে গাছের ডালে ফুটলো ফুল।
লাজে রাঙা শিমুল দেখে হাসে পলাশ, কৃষ্ণচূড়া
'চোখ গেলো' কার কান্না শুনি, চোখটা নাকি মনটা পুড়া?  


পিউ হারিয়ে দূরের বনে 'পিউ কাহা' কে যাচ্ছে ডাকি
হায় রে নিঠুর পিউটি তাহার দেখছে মজা লুকিয়ে থাকি।
বউটি কাহার কয় না কথা, বিলাপ শুনি 'বউ কথা কও'
ঘরছাড়া বউ পাবি কি ঘর, তাহার যদি বউটি না হও?


হায় বসন্ত! এলি ধরায় করতে এ কার সর্বনাশ
বউ না হওয়া মেয়ের গলায় পরাবি কি মরণ ফাঁস?
মদির ছাড়াই মাদকতা দিনে, রাতে, সন্ধ্যা, দুপুর
সমীরণের পায়ে বাজে আলো-ছাঁয়ায় নাচের নুপুর।


ভ্রমর গানে কুঁড়ির কানে মাদক ঢেলে স্বপ্ন জাগায়
যুবতী ফুল নগ্ন হয়ে মধুলোভীর লোভটা রাগায়।
নীল পরীদের বুকে শুয়ে লজ্জাবিহীন চাঁদের হাসি
নতুন বধূর বুকের মাঝে সুড়সুড়ি দেয় কাহার বাঁশি?


মনের তাপে দেহ কাঁপে, দেয় কিশোরী পুকুরে ডুব
রাধার খোঁজে পুকুর পাড়ে কিশোর-কৃষ্ণ উতলা খুব।
কৃষ্ণ-কলি পথটি ভুলি হারায় কি সে আম বাগানে
পাগল মনের আগল খুলে চোখটা বোজে কাহার ঘ্রানে?


পেলো কি সে যারে খোঁজে পথের বাঁকে তাহার দেখা
নাকি হঠাৎ ভুল হলো তার এতদিনের হিসাব লেখা?
ফাগুন যখন আগুন জ্বালে হিসাব পুড়ে হোক না খাক
সবুজ তো সে পুড়বে শেষে চৈত্র গিয়ে যেই বৈশাখ।


মনের মাঝে যে রং আসে বল কতদিন রঙিন থাকে
জ্যৈষ্ঠে যদি শুকায় নদী হারায় কে তার দেহের বাঁকে?
তার আগে আয় হৃদয় হারাই মাতাল প্রেমের এই বসন্তে
ভর যমুনায় ডুববো না হয় কুল হারিয়ে শ্রাবন-অন্তে।