দুঃখ! তুমি ভাবছো আবার এসে অনেক ব্যথা দেবে?
আবার যে তা মিথ্যা হবে অমন যদি থাকো ভেবে।
দেখতে পারো শক্ত হয়ে আবার আমার কাছে এসে
কেমন তোমায় তাড়াই আমি অবলীলায় অট্ট-হেসে।


জন্ম থেকেই তোমার সাথে চলছে যখন আমার বাস
হঠাৎ আবার নতুন করে আজকে কেন পরিহাস?
কেড়ে নেবে? কেড়ে নেয়ার তেমন বলো আছেই বা কী?
যা আছে তা নিলেই আমি কাতর হয়ে কাঁদবো নাকি?


ফেলবো না হয় কিছুটা ক্ষণ কয়টা ফোটা চোখের জল
প্রতি ফোটায় বাড়বে জেনো তবু আমার মনের বল।
দুঃখ-বিপদ! নতুন কী আর? সেই তো আমার জীবন-সাথী
দু’দিন সুখেই ভাবিনি তো কাটলো আমার আঁধার রাতি।


আসবে যখন নতুন করে তীব্র হয়ে আবার এসে
যা সব আছে একটু বাকি শেষ করে যাও জীবন শেষে।
সহজ সুখে হলে খুশি পথটা যখন ছিল খোলা
যেই ছেড়েছি সে পথখানি দুঃখ জানি আছে তোলা।


কাছেই যখন এগিয়ে এলো পায়ে পায়ে মরার সময়
আঘাত দিয়ে মারবে আমায়? নিতান্তই ছোট্ট সে ভয়।
যে দেয় সবই, নতুন করে তারই দেওয়া এও যদি  হয়
যেমন কঠিন আসো তুমি, আমার তাতে কিসের বা ভয়?