কাল যে নভে সূর্য ছিল আজকে সেথায় মেঘ
কাল যা ছিল মধুর হাওয়া আজকে ঝড়ের বেগ।
কাল যে গাছে পাতা ফুলে ডাল ছিল সব ভরা
বিবর্ণ ফুল শুকনো পাতায় আজ লেগেছে ঝরা।
কাল ছিল তোর কত আপন আজ হয়েছিস একা
শ্রাবন দিনে গহীন বনে নেই কোকিলের দেখা।
সুরের গীতি তিক্ত অতি ভাবিস রে উদ্ভ্রান্ত
তপ্ত হাওয়াই পোড়ে মরু তোর হৃদয়ের প্রান্ত।
ভাবিস এখন জ্বালবি আগুন আনবি মহাপ্রলয়
উড়িয়ে জগৎ পুড়িয়ে দিবি ভালোবাসার হৃদয়।


শোন ওরে শোন হয়তো এখন পাবি যে তার দেখা
হয়তো যে জন তোর প্রিয়জন চায় তোরে সে একা।
তাই তোরে সে আজ করেছে ঘর ভেঙে ঘরহারা
আঁধার মাঝেই সুখের মিলন, দু'হাত মেলে দাঁড়া।  
বৃষ্টি ধোয়া সূর্যখানা উঠবে প্রখর জ্বলে
সুখ সমীরণ বইবে তখন নতুন কুঁড়ি হলে।
শুকনো পাতা ঝরার শেষে নতুন পাতা এসে
ফুলে ফলে ভরিয়ে দেবে লাল সবুজে হেসে।
আজকে যেথায় আঁধার দেখিস কাল যে ছিল আলো
সেই ধারাতেই আগামী কাল আসবে জানিস ভালো।