তোমায় পাওয়ার ধ্যানে আমি মগ্ন ছিনু যখন
তুমি এসে দাঁড়িয়ে দ্বারে ফিরে গেলে তখন।


ধুলো কাদায় ময়লা না হয়, তুলেছিনু দেয়াল
তোমার কথার মগ্নতাতে ছিল নাকো খেয়াল
মাঝখানে তার বসে যখন গাইনু তোমার গান
দাঁড়িয়ে ধুলায় কোলাহলে করলে অভিমান
ফিরে গেলে, ঘরের ভিতর করলে না গমন।


দিনের শেষে ঘনিয়ে আসে গহীন কালো আঁধার
ক্ষীণ দেহে ভাঙতে নারি সেই যে দেয়াল বাধার
তুমি যদি নাই আসো আজ চেনার মতো হয়ে
সবখানেতে থেকেও তুমি যাবে অচিন রয়ে
অন্ধজনে সব দেখিয়ে রাখলে তোমায় গোপন।


ভিড়ের মাঝে জানি আমি পাইনি তোমায় খুঁজে
সাধ্য কি মোর রহস্যময় তোমায় নেব বুঝে?
তাই তো আজি কাঁদে এ প্রাণ অভিমানে, জানো
নিলে নাকো তাদের দলে, যাদের কাছে টানো
বুঝি না এই রাগ বিরাগের তোমার খেলা কেমন।