জীবনে ভালোবাসা আর প্রয়োজন থাকে পাশাপাশি
এখন প্রায়ই ভাবি, তোমায় কি প্রয়োজনে ভালোবাসি?
আজ আর করি না বিচার কী ভাবে তোমার দুটি হাত
এনেছিল আমার সংসার জীবনে প্রথম মঙ্গল-প্রভাত।


শুধু জানি অসীম নীলিমায় উড়েছিনু দিকভ্রান্ত পাখি
দিশাহীনে খেলার ছলে ডানা তলে নিয়েছিলে ঢাকি।
হারিয়েছি কিছু, জিতেছি অনেক জীবনের সেই খেলায়
কী হবে সে হিসাবে বলো আজ জীবনের পড়ন্ত বেলায়?


হিসাবের খাতায় যা সব কোনোদিন হয়নি লেখা
সে সবই তো জীবনের আলো আর আঁধারে শেখা।
সে আলোর উষ্ণতায়, হৃদয়ের নিবিড় অনুরাগে
হৃদয়ের স্পন্দন বলে, ভালোবাসি তাই ভালো লাগে।


জীবনের চাহিদা গৌণ আজ, শুধু তোমাকে প্রয়োজন
প্রয়োজনে ভালোবাসা নয়, ভালোবাসাটাই তার কারণ।