হে নির্লজ্জ ! এসেছো বারবার
আনত মস্তকে, খুলেছি দ্বার
বলেছি সংক্ষেপে, "এসো -
এসেছো যখন অকপটে ভালোবেসো|"
রাখোনি কথা, বাসোনি ভালো
আঁধারে আজো জ্বালোনি আলো !
এসেছো আবার, রয়েছি নীরবে
সেই তো তুমি, নতুন কি হবে ?
ক্ষনিকের আশা ক্ষণিকে মিলাবে
স্বপ্নের শব শশ্মানে জ্বালাবে !
মদিরামত্ত শয়তান হাসিবে
নিষ্পাপ শত প্রাণ রুধিরে ভাসিবে !
সভ্যতার মুখোশে সতীত্ব হানিবে
দৈন্যের সম্ভ্রমে বিদ্রূপ আনিবে !  
কাঁদিবে ধরণী বিষম লজ্জায়
তোমার এ আগমন অগ্নি সজ্জায়!


অন্তত একবার এসো নীরবে ম্রিয়মান
দিয়ে যাও জীবনে যা চায় কোটি প্রাণ !
যদি কখনো আসো তাই নিয়ে  ফিরে
আমি থাকি আর নাই থাকি যায় আসে কিরে ?