বুভুক্ষার স্বরূপ যেথা রুক্ষ
কুৎসিত অভাবের রংধনু উপবাসে
অনুভবের শব্দেরা মৃত যেথা
হিমায়িত সর্বনাশা পৌষ মাসে
অনাহুত জীবনের উড়াল যেথা
আকাঙ্ক্ষার তীব্রতায় নিয়ত কাঁদে
জাগে সুর অনাগত মলয় প্রবাহে
যাতনার অন্তিমে স্নিগ্ধ প্রভাতের সাধে।


প্রেম! তুমি কাঞ্চনী হেম সেথা
রামধনু রঙে প্রজাপতি-পাখা
জীবন-জমিনে সবুজ বৃক্ষের চাষে
আগুনের তাপে পুড়ে হৃদে রং মাখা।


লোলুপ হায়েনার রক্তনেশা যখন
অকাল-নিদ্রা আনে নয়ন পাতেঃ
তুমি এসো হে সুন্দর, হৃদয় ছুঁয়ে
শ্রাবন ধারায় নিবিড় হয়ে,
এসো হংসনাদী রাতে।


==============================
## বিঃ দ্রঃ   কাব্য কৌমুদী কাব্যে প্রিয় কবি অনিরুদ্ধ বুলবুলের সাতটি কবিতা আছে: বুভুক্ষার স্বরূপ; সর্বনাশা পৌষ; উড়াল; জাগে সুর অনাগত; প্রেম তুমি কাঞ্চনী হেম; এসো হংসনাদী রাতে; রক্তনেশা|  আমার আজকের কবিতাটি একটি অনুশীলন যে শিরোনামগুলি অপরিবর্তিত রেখে একটা অর্থপূর্ণ কবিতা লেখা যায় কি না? পাঠকের মতামত শিরোধার্য|