হে মোর প্রিয়তমা,
কেমনে ফিরাই তারে
যে এলো মোর দ্বারে
বিকেলের অনুপমা?
তারে তুমি ভেবো না সতীন
সে আমার কাছে এলো এই তো ক’দিন।
কোন সেই কৈশোর দিনে
ও এসেছিলো নিতান্তই আভরণ বিনে।
খেলেছিনু ক্ষনিকের খেলা
তারপর পেয়েছে সে শুধু অবহেলা।
ভুলেছিনু তারে দীর্ঘ সময়
যখন দিয়েছি তোমায় আমার এ পরিপূর্ণ হৃদয়।
জীবনের সুখ-দুঃখ, আনন্দ-গানে
সোনালী ফসলের সৌরভিত সুর ছিল
অবিচ্ছিন্ন দুটি প্রাণে।
হয়তো লাজ, অবহেলা কিংবা ক্ষোভে
কোনোদিন আসেনি সে সমুখে পরিমল আনন্দের লোভে।


পড়ন্ত বিকেলের কালে
পরিপাটি ফসল সব জমিনের আলে
নিবিড় কাছাকাছি দুজনে যখন
অথচ ভূমিতে যেন কি শূন্যতার কাঁদন।
সে এলো ভীরু পায়ে ছন্দে ছন্দে নেচে
এ হৃদয় ও নয়নের অনুভূতি যেচে।
তারে ফেরাবো আবার অবহেলায়
এই পড়ন্ত বেলায়?
নিবিড় দুজনের মধ্যিখানে
এসোনা বসিয়ে কণ্ঠ দিই তাঁর গানে
হে মোর চির প্রেয়সী, প্রিয়তমা
সে আমার কবিতা, বিকেলের অনুপমা।


রচনাঃ ২৭ নভেম্বর, ২০১৬