কোন বেদনায় কাঁদে এ মন হয়নি যখন জানা
মনকে তখন কেমন করে কাঁদতে করি মানা!


সকল থাকার মাঝে যেন কোথায় কিছু নেই
কেমন করে পাবো তারে ভেবে হারাই খেই
যত কিছুই দেখাই তারে
সে বলে যায় বারে বারে
এদের মাঝের কোনো কিছুই আমার চাওয়া না।


মনের পায়ে বাঁধন দিলে মুক্তি চেয়ে কাঁদে
মুক্ত করে দিলে তারে আপনি ফেরে ফাঁদে
সবার মাঝে থাকি যখন
অন্যখানে হারায় এ মন
হাজার খুঁজেও মনের তখন পাই না ঠিকানা।


রচনা: ১৭ নভেম্বর, ২০১৬