যা পেয়েছিস হাতের কাছে ওরে পাগল মন
তা ফেলে তুই অন্য কিছু খুঁজিস সারাক্ষণ।


সদাই ভাবিস চাওয়াগুলি হয় না কেন পাওয়া
ভাবিস কি তুই পাওয়াগুলি হয় না কেন চাওয়া?
নাপাওয়ার এই দুঃখ ভুলে
দেখিস যদি চক্ষু খুলে
ছোট ছোট পাওয়াগুলি কি অমূল্য রতন
তা ফেলে তুই অন্য কিছু খুঁজিস সারাক্ষণ।


যে জন তোরে চাইছে সদাই নিজের বুকের কাছে
তারে ফেলে সদাই খুঁজিস কার বুকে প্রেম আছে।
কাটবে যেদিন এ ঘোর-মোহ
ভাগ্যে সেদিন আসবে গ্রহ
হাজার চেয়েও পাবি না আর ভালবাসার সে জন
যারে ফেলে অন্য কারে খুঁজিস সারাক্ষণ।


মাকাল ফলের বাইরে থেকে দেখলি রূপের আলো
হীরের কণা ফেললি ছুড়ে, কয়লা দেখে কালো।
থাকতো যদি মন-চেতনা
মধুর পাত্রে বিষ যেতো না
মনের ভ্রমে বিষ পিয়ে তোর হয় রে অকাল মরণ
মিষ্টি ফেলে তিক্ত যা তুই পিয়াস সারাক্ষণ।


রচনা: ১৫ নভেম্বর, ২০১৬