আজকে হঠাৎ নতুন আলোয়
জাগলো জগৎ সকাল বেলা
দিগ্বিদিকে চেয়ে দেখি,
কি অপরূপ আলোর খেলা।
মেঘ বালিকা রাঙলো লাজে
নতুন বধূর গাল দু'খানি
গাছে গাছে হচ্ছে যেন
ফুল ও পাতায় কানাকানি।
কে যেন আজ ধরার বুকে
নতুন করে হাসলো রে
জলের বুকে অরুন আভায়
ঢেউয়ের তরী ভাসলো রে।
ঝরা পাতার কান্না শেষে
গাছের পাতা সবুজ আজ
কুঁড়ির চোখে রঙের খেলা,
প্রেম পিয়াসে নেইকো লাজ।
ভ্রমর যখন গুঞ্জরিছে
ফুল হয়ে সব ফুটতে চায়
রূপের আগুন ছড়ায় যেন
কে কত প্রেম লুটতে পায়।
বাতাস যেন শিস দিয়ে যায়
অঙ্গে বুলায় নতুন ছোঁয়া
দুঃস্বপ্নের রাত্রি শেষে
কিছুই যেন যায়নি খোয়া।
কালকে যারা ঘুমিয়ে ছিল,
জীবন ছিল গতিহারা
আজ সকালে ছুটছে তারাই
অসীম বেগে পাগলপারা।
পাখির গানে খবর আনে
কাল গত, আজ নতুন দিন
জীর্ণ-জ্বরার বিদায় শেষে
হৃদয় বাগে সব রঙিন।


এমন আলোর রঙের খেলায়
মন যদি তোর রাঙলো নারে
বরফ শীতল জমাট হিয়ার
বসন্তে ঘুম ভাঙলো নারে
দুর্ভাগা তোর মনের কোণে
নতুন প্রেমের আগুন জ্বালা
জগৎ ছেড়ে যাওয়ার আগে
জগতে তোর জাগার পালা।
কি হলোনা কি পেলি না
সবকিছু তার আজকে ভুলে
জগৎটা আজ ভরিয়ে দে না
ভালোবাসার রঙিন ফুলে।
যা নিয়েছিস দিনে দিনে
পারিস কি তা ফিরিয়ে দিতে?
খুঁজলি না সুখ দেওয়ার মাঝে
তাই সদা দুখ পৃথিবীতে।


রচনা: ১০ নভেম্বর, ২০১৬