মেঘবিহীন বৃষ্টিতে ছিল নাতো ক্ষতি
জলাধার নয় নদী না থাকিলে গতি।
বর্ণ ও গন্ধবিহীন হয় যদি ফুল
ভ্রমর না গুঞ্জরিলে তার কিবা ভুল?
শিশু যদি না কাঁদিত মাতৃ-দুগ্ধ তরে
মা কি তারে দিতো দুগ্ধ পরম আদরে?
দুঃখ, ব্যথা, ব্যর্থতা এ জীবনেই রয়  
ইচ্ছা-শক্তি না থাকিলে আসে পরাজয়।


জীবনের মানে হলো যুদ্ধ করে বাঁচা
মৃত ফুল রঙে বর্ণে নিত্য করা কাঁচা।
বৃষ্টি দিয়ে মেঘ ধুয়ে সোনা-রোদে হাসা
ভাঙা সেতু জোড়া দিয়ে নিত্য ভালোবাসা।
যাহা চাই, তীব্রতায় ইচ্ছা আনে জয়
পলায়ন, অনাসক্তি, কান্না দিয়ে নয়।


রচনা: ৩১ অক্টবর, ২০১৬