হে মহা খেলোয়াড় খেলিবে কত আর এ নিঠুর খেলা
চাহিনা খেলিতে, খেলিছো মোর সাথে তবু সারাবেলা।


তুমি তো জানো আমি এ খেলায় কত যে অদক্ষ
তবুও নিঠুর তুমি বানাও মোরে তোমার প্রতিপক্ষ
আমায় নাও না তোমার পক্ষে, শুধু করো অবহেলা।


যতবার খেলিয়াছো ততবার হারিয়াছি আমি
আমারে লয়ে তবু খেলে যাও নিত্য দিবসযামী।
যদি পাও এ খেলায় চিত্তে আনন্দ
চাহিব না এ খেলা কভু করো বন্ধ
আমার বেদনায় ভরে যদি গো তোমার আনন্দমেলা।


রচনা: ২৩ অক্টোবর, ২০১৬