হে দুর্ভাগা সন্তান, এসেছিস এই দুর্ভাগা দেশে
জীবন চালা'স স্বপ্নে নয়, আমার উপদেশে।
কখনো ভুলিসনি, জন্মেছিস এক অভাগীর কোলে
করিস না তাই চিৎকার শুধু, মাগো পেটে ক্ষুধা বলে।


এখানে মায়ের শুস্ক স্তনে ভরা নেই মধুসুধা
এখানে ঘৃণ্য, মহাঅপরাধ নির্লজ্জ ঐ ক্ষুধা।
এখানে স্বামীও জায়াজীবী মাত্র দুমুঠো ভাতে
এখানে নিঃস্ব ফাঁসি পরে রোজ প্রাচুর্যের হাতে।


এখানে বিচার ও ক্ষুধার কান্না অপরাধ-বিদ্রোহ
এখানে চাওয়া মানবাধিকার মায়া-মৃগ সম মোহ।
এখানে অভাগীর ছেলে জঞ্জাল, নয় অমূল্য রত্ন
এখানে স্বপ্ন বড়ই ধূসর -  তোর তরে দুঃস্বপ্ন।


এখানে মানুষ মাপা হয় শুধু কী দেয় তারই মাপে
জীবন যে তোর দগ্ধ হবে না-থাকার অভিশাপে।
দেয়া ও নেয়ার বাণিজ্য এখানে চলে যে প্রতিদিন
মেধা ও সনদ, চরিত্র, সততা এখানে মূল্যহীন।


এখানে আছে ধনী ও গরীব, মালিক, শ্রমিক শ্রেণী
এখানে বেড়ছে রাজনীতি, দলপ্রীতি, মানুষ তো বাড়েনি।
জন্ম নিলি, কী দিই তোকে? আছে তো শুধুই দেনা
ভেবেছিলাম এই দেশটা দেব, তাও শুনি কার কেনা!


রচনা: ১৭ অক্টোবর, ২০১৬