আজ দুনিয়া চারিদিকে হাজার ভুলে ভরা
একটু ভুলে বিপথে যায় মানব-জীবন গড়া।
মানব-জীবন গড়ে উঠে সাদা মনের ভিতে
যেথায় জীবন-মন্ত্র লেখে পরিবারের গীতে।
শিশু, কিশোর মনে সেদিন যা কিছু হয় লেখা
সারা জীবন থাকে সেথায়, মোছে না সেই রেখা।
বিদ্যালয়ের সুশিক্ষা দেয় সেই রেখাতে রং
সঙ্গ-দোষে সেই রেখাতে পড়তে পারে জং।


পিতামাতার জীবন যখন অসৎ পথে চলে
নিজের স্বার্থে কথায় কথায় সদাই মিথ্যা বলে
ন্যায় অন্যায় ধার ধারে না সম্পদ অর্জনে
চাকর বাকর গরিব দুঃখীর ব্যথা নেয় না মনে
ধর্ম গুরুর কাছে শেখে অন্য ধর্মে ঘৃণা
ভাবে নাকো অন্য ধর্মের ওরাও মানুষ কী না
শেখে নাকো, যে জীবনে ভালো মানুষ নয়
সকল ধর্মে সে জন হবে অধার্মিক নিশ্চয়
দেখে নাকো অন্যায়কারী, অত্যাচারীর সাজা
হাজার পাপেও পার পেয়ে যায় ক্ষমতাধর, রাজা
শিশু, কিশোর হবে তখন তাদের অনুসারী
ভালো সমাজ আসবে নাকো করলে আহাজারি।


আমরা যারা ছেলেমেয়ের আজকে পিতামাতা
সৎ-সত্যে, ন্যায়-ধর্মে জীবনটা হোক গাথা।
কথা, কর্ম, আয়, অর্জন সবকিছু হোক ভালো
যে পথ চলে সন্তানেরা জগৎ করবে আলো।


নইলে যতই জীবন গড়ার দিই না উপদেশ
ওদের জীবন হবেই হবে সর্বনাশে শেষ।
পাপের পথে অর্জিত যা সম্পদের পাহাড়
পাপের পথেই নষ্ট করে করবে হাহাকার।


পাপের পথে বংশ চললে পূণ্যে কি আর থামে?
সারা বংশ পুড়বে শেষে ভয়াল জাহান্নামে।
চাইলে ভালো নিজের এবং ভবিষ্যতের বংশ
নিজের জীবন গড়াই আগে নিতে হবে অংশ।

রচনা: ৭ অক্টোবর, ২০১৬