চারজন মৌলভী বসিয়াছে খেতে
ভাত আর ঘি নিয়ে বড় এক প্লেটে।
যার দিকে ঘি আছে মজা করে খায়
তিনজন ঘি'র দিকে উঁকি ঝুঁকি চায়।


তাহাদের একজন ছিল বুদ্ধিমান
ভাবিয়া শুরু শেষে করিল বয়ান:
কেয়ামতে এখানের মাটি যাবে ওখানে
ওখানের কিছু আবার আসিবে এখানে।


এই বলে দিলো সে ভাতের এক মুঠি
ঘি এর কিছু নিলো নিজ দিকে উঠি।
দুজনেই ঘি ভাত মজা করে খায়
কি যে করে অন্য দুই ভেবে নাহি পায়।


অবশেষে একজন সুর করে কয়:
হুজুরের কথা কিন্তু কিছু মিথ্যা নয়,
এর পরে মাটি হবে ফেটে ফানা ফানা -
আঙুলে ফাটিয়ে ভাত ঘি হলো টানা।


তিনজনেই ঘি ভাত মজা করে খায়
শেষ জন ভাবে এক বুদ্ধি তো চায়।
সবশেষে উঁচুস্বরে বয়ানের শুরু:
সেদিনের ভয়ে বুক কাঁপে দুরু দুরু
সবশেষে সব কিছু হবে খন্ড খন্ড
সবকিছু মিলে মিশে হবে লন্ডভন্ড।
এই বলে লন্ডভন্ড করে ঘি ও ভাত
ঘি ভাতে চার জনে চেটে খায় হাত।


রাজ্-পরিষদ আর সেবক, সেনাপতি
বেশি করে ঘি খেলে, জনতার দুর্গতি।
রাজ্যটা ভাগ করে খেলে তিন জনে
লন্ডভন্ডের চিন্তা আসে জনতার মনে।


রচনা: ৪ অক্টোবর, ২০১৬|