একদিন কয় এক বড় সড় কাতলা;
ছোট্ট এক পুঁটি রে, "তুই কত পাতলা
ছোট মুখে খাস কী করি চুক চুক
দেখেছিস কত বড় আমার এ মুখ?
খাচ্ছিস ছোট যে খাবারের দলাটা
গপ করে খাই, তবু বোঝেনা এ গলাটা।"


এই বলে কাতলাটা খুলে মুখ-গলা
গপ করে গিললো খাবারের দলা।
দলাটার ভিতরে বড়শি যে ছিল
হুক করে কাতলার নাড়িতে বিঁধিল।


পুঁটি কয়, "হলো তো, পড়িলে তো ধরা
নির্ঘাত হবে বটি-কড়াইতে মরা।
আমার মতো পেতে যদি ছোট এক মুখ
বহুদিন বেঁচে থেকে খেতে চুক চুক।"


রচনা: ৩ অক্টোবর, ২০১৬