শুধু দেখিয়াছো সাগরের বুকে ফুসিয়া উঠিছে ঢেউ
ঊর্ধ্বে উঠিয়া পড়িতেছে নীচে দেখো নাই তাহা কেউ।


দেখিয়াছো ঢেউ হরষে নাচে      কাহারে সে চায় পরশে কাছে
মর্মে তাহার কী ব্যথা আছে       শুনিলে না তাহা কেউ।


নিশিদিন শোনো উদ্ধত তার ক্রুদ্ধ কণ্ঠে গর্জন
শুনিলে না তাতে সদায় বাজে কিসের গভীর ক্রন্দন।
দেখিয়াছো সে টানিয়া বুকে       ডুবায় যা কিছু পায় সমুখে
দেখো নাই সদা কাঁদে কি দুঃখে  চরণে তোমার সেও।


কাঁদিয়া যাহারে আনে সে কূলে   যত বালুকণা তীরে সে তুলে
পাথর হইয়া তাহারেই ভুলে        স্মরণে রাখে না কেউ।


রচনা: ১ অক্টোবর, ২০১৬