শক্তিধরে যা কিছু করে অন্যায় এই সমাজে
প্রতিবাদহীন রইলে তুমি, হইলে সাথী সে’কাজে।
যদি হও তুমি অন্যায়কারীর সম-শক্তিধর
শক্তি-যুদ্ধ কর্তব্য হয় তখন তোমার 'পর।
দেহের শক্তি জেনো তোমার সর্ব শক্তি নয়
সত্য বাক্যের উচ্চারণ ও কলম শক্তিময়।
দুর্বল যে বিদ্রোহ তার হয় শুধু ঘৃনাতে
অন্যায় যা প্রতিবাদ তার হবেই জানা’তে।


কণ্ঠ আজি রুদ্ধ যখন কলম কাঁপে ভীতে
চিত্ত কাঁদে নিত্য আজি পরাজয়ের গীতে।
বুকে জমে তপ্ত জ্বলা অগ্নেয়গিরির লাভা
জল-শূন্য শুষ্ক-ভস্মে চাই দিতে তা দাবা।
ভস্ম উ’ড়ে চাপা লাভার হয় যে উদ্গিরণ
উত্তাপে তার আগে সবার কবির হয় মরণ।
মৃত কবির কণ্ঠ হারায় বিদ্রোহ-গর্জন
শোনে শুধু উৎপীড়িতের নিত্য সে ক্রন্দন।
স্বপ্ন তবু বুকের মাঝে, বিদ্রোহী এক সেনা
আদায় করে নেবেই এসে অত্যাচারীর দেনা।
মহাঝঙ্কারে তুলবে সে’জন মহাবিদ্রোহ-সুর
এক হবে তার কেতন তলে বাংলার মজদুর।
ন্যায়ের সেনা পরবে গায়ে ন্যায়ের রণ-সাজ
হবে নির্মূল বাংলায় যত হাজার জুলুম-বাজ,
সন্ত্রাসী ও মিথ্যাবাদী, ঘাতক, হারামখোর
ভন্ড, ধর্ষক, দখলদার আর দাম্ভিক রাজ্-চোর।