শুধাইলেন রাজা, প্রমোদ-সহচর গোপাল-ভাঁড়ে
জানিস কী সবচেয়ে মিষ্টি জিনিস জগৎ মাঝারে?
কিছুক্ষণ পরে কহিল গোপাল ভাঙি নীরবতা
'কথা' রাজা মশায়, সবচেয়ে মিষ্টি জিনিস 'কথা'।


মনঃক্ষুণ্ণ রাজা গোপালকে কহেন ভরত্সনায়
জানিতাম গোপাল তোর মগজে কিছুই নাই।
রাজভোগ, রসগোল্লা, মিঠাই, মন্ডা, বাতাসা
সব রেখে মিষ্টি হলো ‘কথা’? বিরাট হতাশা।


নিশ্চুপ গোপাল কয়দিন ধৈর্য ধরে মনে
অতঃপর রাজাকে খাওয়ায় গৃহে আপ্যায়নে -
থরে বিথরে সাজানো জগতের যত মিষ্টি খাদ্য
তার সাথে হৃদয়হারিণী শ্রুতি-মধুর বাদ্য।


খাওয়া শেষে রাজা কহেন, আসি, দেখা হবে প্রাতে
রূঢ় গোপাল কহিল, কী যায় আসে তাতে?
ক্রুদ্ধ রাজা ফাঁটাইলেন আকাশ মহা-হুঙ্কারে
“সেনাপতি! যথাযথ শাস্তি দাও এই কুলাঙ্গারে।”


বিনীত গোপাল কহে কর-জোড়ে, "রাজা মহাশয়
অধম কি জানিতে পারে কী অপরাধ হয়?
ক্ষমিবেন রাজা মহাশয় এ অধমের ধৃষ্টতা
কথায় কি তিক্ত হলো সকল মিষ্টির মিষ্টতা?"


মর্মকথা বুঝিয়া রাজা হলেন শেষে শান্ত
সবচেয়ে মিষ্টি বা তিক্ত 'কথা'- গোপাল নয় ভ্রান্ত।


রাজা যদি বলিতেন, ধন্যবাদ গোপাল সুস্বাদু ভোজের জন্য;
আপনাকেও ধন্যবাদ - গোপাল যদি এই ছাড়া না বলিত অন্য,
শেষ হতো সুন্দর সেই সন্ধ্যা সকলের আনন্দে
হতো না মিষ্টি আনন্দের শেষ এমন তিক্ততা-মন্দে।  


আসলে বাংলায় একটি ছোট্ট মিষ্টি কথা 'ধন্যবাদ'
"ধন্যবাদ দিয়ে ছোট করবো না" অতি ভুল প্রবাদ।
ক্ষুদ্র, বৃহৎ, দ্রব্য, সৌজন্য অথবা হোক তা সেবা
মূল্যে, বিনামূল্যে, আত্মীয়, পর, কী তাতে কে বা
যাহা কিছু ভালো দেয় তোমারে যখন অন্যে
সর্বদাই কহিবে 'ধন্যবাদ' সে দানের জন্যে।
হোক সে দাতা নর, নারী, বৃদ্ধ অথবা বালক
ক্ষমতাধর, দিন-মজুর, অথবা রিকশা-চালক
স্রষ্টা, মাতা, পিতা, ছেলে, বড় বা ছোট ভাই
ধন্যবাদ দিতে কারেও কোন লজ্জা নাই।
না দিলে দেখালে তুমি মনের কৃপণতা
স্রষ্টা ও সৃষ্টির প্রতি জেনো তা অতীব ধৃষ্টতা।
যখন তুমি কারো কাছে কভু পাও ধন্যবাদ
বিনিময়ে ধন্যবাদ দিও তারে, যদি জাগে সাধ।


রচনা: ২১ সেপ্টেম্বর, ২০১৬