হে চিত্রকর! কি বিচিত্র রং দাও ক্যানভাসে
তুলির রেখায় এক মানসীর মুখটি সেথায় হাসে  
হৃদয়-পটে বেদনা বিধুর সহস্র মুখ রেখে
সবাই দেখে হৃদয় তোমার একখানা মুখ দেখে।


শিল্পী তুমি শোনাও যে গান নিত্য-নব সুরে
তারই সাথে হৃদয় কাঁদে কোথাও অচিন-পুরে
কন্ঠে যা গাও ছন্দ-কথায় ভাব-সংগীত রাগে
কেউ দেখে না কোন হৃদয়ের কান্না তাতে জাগে।


কাব্য-কথায় মনের ভাবের চিত্র আঁকো কবি
হাজার মনের পাঠ্যে আসে হাজার রকম ছবি
জীবন ভরে বলার তরে বিমূর্ত এক ধাঁধা
কেউ দেখে না নিত্য তোমার কী বেদনায় কাঁদা।


জগৎ জুড়ে নিত্য লেখে সে কোন অচিন-কবি
হৃদয় মাঝে আঁকলে যে তাঁর বিমূর্ত এক ছবি
হৃদয় তোমার বুঝলো না তাঁর রহস্যময় কাব্য
সবার কথা ভাবলো যে, সে রয় চির অভাব্য।


রচনা: ৯ সেপ্টেম্বর, ২০১৬