ওগো ও শ্যামল গাঁয়ের কৃষ্ণ-কলি মেয়ে
যাওয়ার সময় দেখেছিলে পথের পাশে চেয়ে
দাঁড়িয়েছিল একটি ছেলে পথহারা বেভুল
তীব্র খরায় হাতে নিয়ে লাল গোলাপের ফুল।
ভেবেছিলে কৌতূহলে, দাঁড়িয়ে এমন রোদে
গোলাপ ফুলের পাপড়ি শুকায় এ কোন নির্বোধে?


ওগো ও লজ্জাবতী, নদীর ঘাটের মেয়ে
গ্রীষ্ম-দিনের তীব্র দাহে নদীর ঘাটে যেয়ে
দেখেছিলে একটি ছেলে ডাঙায় বসে পোড়ে
শীতল জলের তলে যখন হাঁসগুলি যায় জোড়ে।
ডুব দিয়ে সেই শীতল জলে ভেবেছিলে মনে
জল ছেড়ে এই রোদে কেন পোড়ে অকারণে?


ওগো ও গাঁয়ের মেলার গান শোনা এক মেয়ে
বাউল যখন একতারাতে যাচ্ছিলো গান গেয়ে
দেখেছিলে একটি ছেলে কেমন উদাস মনে
কোথায় যেন হারিয়ে গেছে দূরের আকাশ কোণে।
ভেবেছিলে, গানের আসর, নাই যদি গান শোনা
হেথায় কেন বসে চাওয়া উদাস এক আনমনা?


ওগো ও বিয়ের পিঁড়ির ডগমগে এক মেয়ে
যখন তোমার নয়ন দুটো স্বপ্নে ছিল ছেঁয়ে
ভেবেছিলে সেদিন কেন সেই ছেলেটা এসে
সবার হাসির সাথে যখন যাচ্ছিলো সে হেসে
কেমন যেন জলের কণা তার সে দুটি চোখে
হঠাৎ কেন দেখলে তুমি, যা দেখেনি লোকে?


রচনা: ৩১ আগস্ট, ২০১৬