আমি বসেছিনু পথের পাশে তোমায় পাবো বলে
তুমি চাওনি ফিরে আমার দিকে যখন গেলে চলে।


পথের ‘পরে ছিল তখন তোমার জনবল
শুনেছিনু চতুর্দিকে জয়ের কোলাহল।
জীর্ণ বেশে পথের পাশে দাঁড়িয়েছিনু এসে
ক্ষীণ আশায় বুকটি বেঁধে, চাও যদি গো হেসে
আমার সকল আশা ভেসেছিল দুই নয়নের জলে।


দিনের শেষে অস্তরাগের রঙিন আলো এখন
ক্ষণিক পরে গহীন আঁধার দেখবে দুটি নয়ন।
জানিনা হায় তবু তোমার হয় কি অবসর
দাঁড়াও এসে যেথা আছে আমার জীর্ণ-ঘর
জীবন সেথা পূর্ণ হবে আজো, তুমি আমার হলে।


রচনা: ২১ আগস্ট, ২০১৬