হজ্জ যাত্রী বন্ধু মোর, মহা পুণ্যবান
কবুল করেছেন তোমায় রহিম রহমান।
লাব্বাইকা, লাব্বাইকা, কন্ঠস্বরে হাজির
তারই দ্বারে ভক্তি ভরে নুয়াইবে শির।
পিছে ফেলে সংসারের পাপ পংকিলতা
শুভ্র বস্ত্র গাত্রে ধারণ, শুধু পুণ্য কথা
সহস্র জনের সাথে আরাফাত ময়দানে
পুত চিত্তে মত্ত র’বে তাঁরই গুনগানে।
মা হাজেরার পদরেখায় তব পথ চলা
শয়তানে ঢিল ছুড়ে তারে মিথ্যুক বলা।
সন্তানের উদ্বিগ্নে মাতৃ মনের কথা
খোদার আরশে দিলো কী অস্থিরতা!
মরুভূমির বুক ফেটে তাই জলধারা
মানুষের কল্যানে আজও হয়নি তা হারা।
তারই কিছু পান ক’রে ধন্য হবে তুমি
পুণ্য পাবে কাবা ঘুরে, পাক-পাথর চুমি।
ইব্রাহিমের কুরবানী - সে পরীক্ষা কঠিন
তোমার কুরবানীতে হবে তুমি পাপহীন।


যে মদীনায় মোর নবী ঠেকিয়েছেন মাথা
প্রতি বালুকণা যার গায় তাঁর মহত্বের গাথা
বিশ্বাস, ভক্তিতে চোখে পানি, হৃদে শিহরণ
ক্ষমা ছাড়া সেথা থেকে কে ফিরেছে কখন?
উম্মতের তরে যিনি ফেলে সর্ব সুখ
নির্ঘুম রাতে কেঁদে ভাসাইতেন বুক।
সেই নবী শু’য়ে সেথা, সেকি শুধু ঘুম?
সেইখানে দিবে তুমি ভক্তির চুম
ছোট, বড় জীবনের যত আছে পাপ
নিশ্চয়ই আল্লাহ সব করিবেন মাফ।


তাই যদি হয় তব হজ্জ থেকে চাওয়া
শোধিও আগে যাহা অন্যের পাওয়া।
করিয়াছ যাহা কিছু অসৎ অর্জন
এ যাত্রার প্রাক্কালে করিও বর্জন।
ক্ষুধার্ত, বস্ত্রহীন, ঋণী প্রতিবেশী
তোমার সম্পদে দাবী রাখে বেশী।
নয়তো শুধু দেহ-যাত্রা, চোখের কাঁদা
হৃদয় রেখে ঘরে অসৎ সম্পদে বাঁধা।
নির্ধনে দু’জাহানের ধনী মোহাম্মদ (স:)
চায় কি তোমার কলুষিত সেই সম্পদ?
যাহা কিছু পাপ তাহা রাখি নিজ ঘরে
ভাবিতেছ পাপহীন হবে হজ্জ ক’রে?
জেনে রেখো জগতে তা ধর্ম-নামে ফাঁকি
সৎ পথে হজ্জ হবে নিজ ঘরে থাকি।
সৎপথের হাজ্জী বন্ধু করিও দোয়া
এ পাপীও পাই যেন নবী-পদ ছোঁয়া।


রচনা: ২৫ আগস্ট, ২০১৬