বঙ্গের বহুদূর পৃথিবীর এ মাথায়
শীতে হয় বৃষ্টি অস্ট্রেলিয়ায়
বর্ষা ঋতু হেথা নাই রে
এমন বরষা কে চাই রে?


গায়ে পড়ে বৃষ্টির ফোটাটা
মনে হয় এয়ার-গানের গোটাটা
ফুটে যেন চোখে, মুখে, চামড়ায়
বিষাক্ত সাপ যেন কামড়ায়,
কি করে বাহিরে বলো যাই রে?
এমন বরষা কে চাই রে?


সূর্যুটা উঠে তবু ওঠেনা
ছোট দিনে রোদ বেশি জোটেনা
চোখে, কানে জ্বালা দেয় বাতাসে
খুঁজি কোথা নকশীর কাঁথা সে,
এরই মাঝে বেলা আর নাই রে।
এমন বরষা কে চাই রে?


মন চাই, এমন দিনে ফিরে যাই
বাংলার আষাঢ়-শ্রাবন বরষাই
কারেও যদি নাহি হয় কিছু বলা
মল্লার রাগ গাই ছেড়ে দিয়ে গলা
নারিকেলে মুড়ি মেখে খাই রে।
এমন বরষা কে চাই রে?


হেথা কেউ কাদাতে কাটেনাকো ল্যাং
আশেপাশে ডোবাতে ডাকেনাকো ব্যাঙ
হেথা নেই নদী খালে বর্ষার জল
থালাভরা মাছ-ভাত সবজি ও ফল
কেতকী, কদম্ব, বেলি কোথা পাই রে?
এমন বরষা কে চাই রে?


রচনা: ১৪ আগস্ট, ২০১৬