হে নওজোয়ান হও আগুয়ান
হাত থেকে মোর নাও পতাকা
পুরানো যেথায় অস্তে বিদায়
উঠে এসো সেথা অগ্নি-বলাকা।


আজি দূর হোক ব্যার্থতা-শোক
আর ইতিহাসে যা আছে গ্লানি
তব হিম্মতে দুর্গম পথে
কাঁটাগুলো ফুল হবে তা জানি।


বৃদ্ধের ভুল করো নির্মূল
তমসার মাঝে আজিকে জ্বালো
আশাহত প্রাণে নব আশা আনে
সেই নব অনির্বান আলো।


তোমাদের দানে যুগের সোপানে
উর্ধে ধরো বঙ্গ-জননী
বিশ্ব দেখুক জাতি উন্মুখ
বিশ্বের বুকে  হতে অগ্রণী।


যুগ যুগ ধরে পথের পাথরে
রবে তোমাদের পদচিহ্ন
জানুক বিশ্ব নয়তো নিঃস্ব,
বঙ্গ-নবীন আজিকে ভিন্ন।


বঙ্গ মায়ের ধূলিতে পায়ের
আজিকে তারা দিয়াছে বলি -
বৃদ্ধ জনের ভ্রান্ত মনের
সব রাজনীতি জলাঞ্জলী।


শক্ত দুহাতে কঠোর আঘাতে
কাটিয়াছে আজ বিভেদ-টুটি
সকল ধর্ম একটি মর্ম
বঙ্গ-বৃন্তে হাসিছে ফুটি।


তারই সৌরভে সুবাসিত হবে
কলুষিত এই বিশ্ব-বাগান
যেইখানে আজি মিছে আছে সাজি
গন্ধ-বিহীন ফুল-নিষ্প্রাণ।


রচনা: ৬ আগস্ট, ২০১৬