সৈনিক আমি কারে করি বলো ধ্বংস?
চারিদিকে দেখি আমারই যে সব বংশ!
তাই কারে করি বলো ধ্বংস?


যখন থাকি হায়েনার দলে ঘেরা
যুদ্ধ করি মৃত্যু অথবা ফেরা
কী করি যখন যুদ্ধ করি নিজেরা?


কেমনে চিনি কে যে শত্রুপক্ষ
কাহারে বাঁচায়ে কাহারে করি লক্ষ্য
সে যুদ্ধে মোরা কেমনে হই দক্ষ?


যুদ্ধ তো তবু অহরহ শুধু চলে
মিথ্যার ঘাতে সত্য সদাই টলে
যুদ্ধের কথা মন তাই সদা বলে।


প্রভু ছুঁড়ে দেয় থালা থেকে এক খন্ড
যুদ্ধ মোদের তাই নিয়ে প্রচন্ড
সত্যের নামে মোরা সৈনিক ভন্ড।


যুদ্ধটা কি, কোনদিন মোরা বুঝিব
খণ্ডটি নয় থালাটির তরে যুঝিব
রুদ্ধ কণ্ঠে বলিবার ভাষা খুঁজিব?


তবু, একদিন হবে সত্য-মিথ্যা নির্ণয়
সত্যের তরে হবে সৈনিক নির্ভয়
ব্যক্তির নয়, হবে সমষ্টির জয়।


রচনা: ১১  আগস্ট, ২০১৬