বন্ধু বলে বহুবার ডেকেছিনু যারে
ভুল বুঝে চলে গেছে দূরে বারে বারে।
বহুবার সে হৃদয়ে বেঁধেছিনু হৃদয়
বুঝিনিকো দুটি হৃদয় কভু এক নয়।
যতবার চেয়েছিনু ভাঙাইতে ভুল
ততবার ভুলের মৌ ফুটা'য়েছে হুল।
যতবার দূর থেকে এসেছিনু কাছে
ততবার জেনে গেছি দূরত্ব আছে।
যতবার বলেছিনু, সে শুধু আমার  
ততবার জেনেছি, আমি নই তার।


অবশেষে মেনেছি, আমরা দু’জন
কোনোদিন এক হয়না দুটি মন।
মাঝখানের দূরত্ব যদি থাকে , থাক
কথা হবে মুখে, কিংবা মৌন-নির্বাক।
আমি র'ব আমারই, সে র'বে তার
পাশাপাশি হেঁটে কেন ভয়  হারাবার?
চাহিব না জানিতে কার, কেন ভুল
ভুল ছিল, ভুল হবে, র'বে অনিৰ্মূল।
শুধু একজনের সুখে হাসিবে অন্য-মুখ
একজনের দুঃখে ভাসিবে অন্য-বুক।


রচনা: ৮ অগাস্ট, ২০১৬