চিরযৌবনা সুন্দরী
রূপ-আগুনে মনোহরি
আছে যুগ যুগ দন্ডায়মান
ঘনশ্যাম তার কেশরাশি
মেঘ-বিদ্যুতে ভরা হাসি
চরণে জলের উচ্ছাস বান|


হাতে কংকন,কানে তার দুল
নাকে নাকছাবি, খোঁপায় ফুল
সুরমা-কালো ডাগর চোখ
তন্বী দেহে খেলে প্রজাপতি
হাজার রমনে তবু চির-সতী
হাস্য-চক্ষু তারকালোক|


হিংস্র বাঘেরা নোয়ায় মাথা
চিত্রাণি ছোঁয় সবুজ পাতা
অঙ্গে নাগিনী করে শৃঙ্গার
ঝিঁ ঝিঁ ও পাখির মধুর গানে
প্রতি সাঁঝে সেথা বাসর আনে
বন্য ফুলের অঙ্গীকার|


যুগের প্রেমিক মুগ্ধ নয়নে
হৃদয়-অর্ঘ্য রাখে সে চরণে
সোনার অঙ্গে করেনা 'ঘাত
হঠাৎ সেথায় এলো তস্কর
অঙ্গে সভ্য হৃদে বর্বর
ঘনায়ে আসে আঁধার রাত|  


করিয়াছে নাকি সব গবেষণা
মোর সুন্দরী চির-যৌবনা
আজি ধর্ষণযোগ্যা
ধর্ষণের সে রমন রঙে
প্রাচুর্য নাকি আসিবে বঙ্গে
হবে বেনিয়ার ভোগ্যা|


জাগো প্রকৃতি-প্রেমিকবর
মিলাও বঙ্গে কণ্ঠস্বর
জানাও বিশ্বে জোর দাবী
বিধাতার গড়া সুন্দরী
তার তরে যাবে খুন ঝরি'
ধর্ষিতে তারে যেই যা'বি|


রচনা: ২ আগস্ট, ২০১৬


## আমার মানস সুন্দরী সুন্দর বনের উদ্দেশ্যে উৎসর্গীকৃত