বিশ্ব আজি নিঃস্ব, কানা
অনেক কথা বলতে মানা।
ইতিহাসের বাঁকে বাঁকে
মানুষ মরে লাখে লাখে।
সে সব নাকি শান্তি আনে
যদিও শেষে ভ্রান্তি মানে।


যুদ্ধ-প্লেনে ফেলা বোমে
মরতে নাকি কষ্ট কমে।
যারা ফেলে, যোদ্ধা-বীর
বিশ্ব নোয়াই শ্রদ্ধা-শির।
যাদের হাতে নেইকো প্লেন
বোমগুলো সব বুকে নেন
আত্মঘাতে কজন মরে
কান্না ওঠে বিশ্ব ভ’রে।
ঘেন্না জানায় বিশ্ববাসী
"নরকের কীট ও সন্ত্রাসী।"


সন্ত্রাসীদের জন্ম-দাতা
রয় পবিত্র বিশ্ব-মাথা।
ঢিল মেরে ভিমরুলের চাকে
বক-ধার্মিক শান্তি ডাকে।
বুলডোজারে ভাঙে ঘর
ঠেকায় যারা হয় বর্বর।
বিশ্ব-মাতব্বরে কয়
ওদের তরে শান্তি নয়।


বিশ্ব যাদের নরকময়
দেখাও তাদের নরক-ভয়?
সিংহাসনে মদির পিয়াও
নীতিবাক্যে জগৎ ভাষাও।
ওদের যদি বাঁচাতে চাও
ওদের পাশে গিয়ে দাড়াও।


তার আগে নিজ চরিত্র
করতে হবে পবিত্র।
রুখতে বিশ্ব-আগ্রাসী
হয়তো ওরা সন্ত্রাসী।
ঘৃণা, ব্যাথা, অভিমান,
প্রতিবাদে ভরা প্রাণ।
নিজে মরে অন্যে মারে
নইলে মরে অবিচারে।


অভিশাপ আর মন্দ গালি
ওদের কাছে হাতের তালি।
ওদের মারা সহজ কাজ
বিশ্ব তাতেই ব্যস্ত আজ।
শাঁখের করাত কাটে গলা
অনেক কথা নিষেধ বলা।


হৃদয় থেকে আঁধার সরাও
ওদেরকে সুবিচার দাও।
কাছে ডাকো ভালোবেসে
ওদের কথা শোনো হেসে।
হয়তো ওরা বিশ্বময়
আনবে হাসি, শান্তি, জয়।
নরম মনের ভ্রান্ত ওরা
নেতারা সব বর্ণ-চোরা।
ওরা চাই ন্যায়-তরবারি,
সত্যপথের কান্ডারি।
কে হবে সেই কান্ডারি?
বিশ্ব জুড়ে খোঁজ যে তারই।


রচনা: ১৬ জুলাই, ২০১৬