হুর রে হো, হুর রে হো, এটা আমার সেঞ্চুরি
তার চেয়ে যে মজার কথা, হলো দশটা টেঞ্চুরি|


লিখলাম যত কবিতা
হেথায় দিলাম সবই তা
অনেক লেখার মাধ্যমে, এটাই আমার ভেঞ্চুরি|
হুর রে হো, হুর রে হো, এটা আমার সেঞ্চুরি||


কেউ পড়ে কেউ পড়েনা
ছন্দ-ভাষায় নড়েনা
পছন্দ নয়? সবাই মিলে কবির গলায় দেন ছুরি|
হুর রে হো, হুর রে হো, এটা আমার সেঞ্চুরি||


রইলো সবই এই আসরে
চাও যদি তা সব নাশো রে
করতে তবু পারবে নাতো কবির পঁচা ব্রেইন চুরি|
হুর রে হো, হুর রে হো, এটা আমার সেঞ্চুরি||


নাওনা কেন কলম হাতে
লিখতে পারো সবার সাথে
কলম যদি না থাকে তো কর আমার পেন চুরি|
হুর রে হো, হুর রে হো, এটা আমার সেঞ্চুরি||


লিখতে গেলে কষ্ট লাগে
কলম ভাঙ্গ দুঃখ-রাগে
তাই বলে কি করবে তুমি অন্য কবির পেইন চুরি?
হুর রে হো, হুর রে হো, এটা আমার সেঞ্চুরি||


==========================
ঈদ মোবারক!
দুই বাংলার কবি বন্ধুদের ঈদের শুভেচ্ছা জানালাম আমার সেঞ্চুরী (শততম) দিয়ে| আমরা অস্ট্রেলিয়াই গতকাল ঈদ করেছি|


শব্দ নির্দেশিকা:
টেঞ্চুরি: শততম কে যদি সেঞ্চুরি বলা যায়, দশতম কে টেঞ্চুরি বললে দোষ কি?
ভেঞ্চুরি (venturi): a constriction in a tube designed to cause a pressure drop when a liquid or gas flows through it. অসংখ্য লেখার মাধ্যমের ভেতর কবিতার আসর আমার কাছে ওরকম টিউব মনে হয়েছে যার ভেতর আমার কবিতাগুলো নিয়ম নীতির বাঁধনে প্রবাহিত হয়ে মনের চাপ কমিয়েছে|
ব্রেইন (brain): মগজ, বুদ্ধি
পেন (pen): কলম
পেইন (pain): কষ্ট, ব্যাথা, পরিশ্রম|