তোমাদের রক্তে ভেজা বঙ্গমাতার অশ্রু
সমুদ্রের অন্যপ্রান্তে আমার চিত্তে তোলে রক্ত তুফান
বঙ্গমাতার বুকের মমতায় দূর থেকে এসে
তাঁরই বুকে দিয়ে গেলে মহা বলিদান|
সে মায়ের ইতিহাসে চিরদিন লেখা রবে তোমাদের নাম -
কে বলে তোমরা ছিলেনা সে মায়ের সন্তান?
সেই মা কাঁদিছে আজি অবিরত
দুহাতে ঢাকি মুখ বুকফাটা নিস্তব্ধতায়
সে আজ ভাষাহীন তোমাদের নিথর দেহ বুকে
তাঁরই কটি পথহারা দুর্বিনীত সন্তানের লজ্জায়|
তাঁরই এক অধম অক্ষম সন্তান জানাই আমন্ত্রণ,
এসো তোমরা স্বর্গ হতে বাংলার জীর্ণ কুঠির ঘরে
দেখে যেও এবারের ঈদে কি আপ্যায়নে রাখে তারা
তোমাদের আত্মাকে তাদের রক্তাক্ত অন্তরে|


৩ জুলাই, ২০১৬


## গুলশানের শহীদদের আত্মার উদ্দেশ্যে আমার আজকের পরিকল্পিত কবিতা 'ঈদ এলে' স্থগিত রেখে আসরে 'চিত্তে আজি রক্ত তুফান' দিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম|