হে আল্লাহ! তুমি, তোমার রমজান ও রোজা পবিত্র
আমার কর্ম ও চিন্তায় না যেন আসে তাঁর কলুষিত চিত্র।
চিত্ত যেন নিবিষ্ট থাকে সতত তোমার আরাধনায়
কেউ যেন না পায় দুঃখ-ব্যথা আমার কর্ম-কথায়।


ক্ষুধা, লোভ ও অভাবে যেন নাহি ভক্ষি' অন্যের সম্পদ
যেমন করেননি আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ (সঃ)।
অন্যের আঘাতে যেন নাহি হই লিপ্ত প্রতিবাদ ও তর্কে
কল্পনা ও দৃষ্টিতে নারী যেন আসে সম্ভ্রম-শ্রদ্ধার সম্পর্কে।


এই নশ্বর দেহকে যেন খাওয়াই কম, আত্মাকে বেশী
শোক, দুঃখ ও অনাহারে সেবি' যেন আমার প্রতিবেশী।
তুমি ও তোমার সংবাদ-দাতা যাহা, যেন বুঝি সেইভাবে
নিও মোরে তাঁহাদের সাথে, যারা তোমার করুনা পাবে।


দর্পে যদি পদক্ষেপ রাখি কভু ধরিত্রীর বুকে
কাঁদে যদি মনুষ, জন্তু ও পরিবেশ আমার দেওয়া দুখে
করো চূর্ণ, করো চূর্ণ, আমার সেই দর্প করো চূর্ণ
বিনয় ও অনুতাপে আমার এই হৃদয় করো পূর্ণ।


রোজার প্রশিক্ষণে শাণিত হোক আমার দেহ ও মন
ওরা চলতে বাধ্য সারাটা বছর আমি চালাব যেমন।
তুমি শুধু শক্তি দিও সারাটি বছর চালাতে তাদের
তোমার রোজার মর্যাদায়, হয়না যেন পথ-ভ্রান্ত ফের।


রচনা: ১৫ জুন, ২০১৬