এ তুমি কেমন নিঠুর, ডাকলে কাছে আসো না
যখন ভালোবাসি তোমায় তখন ভালোবাসো না।


শ্রাবণ রাতেও পূর্ণিমাতে চন্দ্র মধুর হাসে
অমানিশার অন্ধকারেও জোনাকিরা আসে।
আমার মনের আকাশ যখন কালো মেঘে ঢাকে
মন যে তখন ব্যাকুল হয়ে তোমার আলো ডাকে।
এ তুমি কেমন নিঠুর, তখন এসেও আমার সাথে হাসো না?


সোনা রঙে রঙিন হয়ে শরৎ সকাল আসে
শিশির কণা চমক লাগায় বনের সবুজ ঘাসে।
মন যে আমার কোথায় হারায়, কি আনন্দে হাসে
হৃদয় তখন ঝর্না হয়ে প্রেম জোয়ারে ভাসে।
এ তুমি কেমন নিঠুর, সে জোয়ারেও আমার সাথে ভাসো না?


যখন ভাবি তোমায় আমি পেলাম বুকের কাছে
আমার সর্ব অঙ্গে তোমার মধুর পরশ লেগে আছে।
তখন জেগে উঠে কান পেতে রই, চাই যে দরজায়
তোমার আশায় নিঘুম আমার রাত্রি কেটে যায়
এ তুমি কেমন নিঠুর, ক্ষণিক এসেও ক্লান্তি আমার নাশো না।


রচনা: ১৫ মে, ২০১৬