হায় অভাগা বাংলার শহীদ! বাংলার জনগণ!
যুগযুগ ধরে করিলে বৃথায় যত না আন্দোলন।
বৃথা রাজপথে বুকের রক্ত দিলে যুগে যুগে ঢালি
বৃথা করিয়াছ মা ও বধুর বুক ও মাথা খালি।
কেন ভুলেছিলে করিতে হইবে স্পষ্ট উচ্চারণ
রক্ত সেদিন চেয়েছিল কী? গণতন্ত্র না উন্নয়ন?
সেদিন তোমরা করেছিলে যত ভুল
যুগ যুগ ধরে বারবার বেঁচে দিতে হবে তার মাশুল।
বারবার বাঁচো, বারবার মরো, করিতে আন্দোলন
বারবার হও অপমানিত, যেমন হয় জনগণ।
সহস্রবার জন্ম নিলেও দুর্ভাগা বাংলায়
সাদ্দাম, গাদ্দাফি, হিটলার রবে তোমার অপেক্ষায়।
উন্নয়নের গুনগান গেয়ো, পাবে মুক্তোর মালা
গণতন্ত্রের অধিকার চেয়ে দিও না ওদের জ্বালা।
ভুল করে কভু চাও যদি তা, আবার হবে মরণ
কি চেয়ে সে দিন মরিলে আবার, করিও উচ্চারণ।
নইলে তোমার বলিদান হবে জীবনের অপচয়
শহীদের এমন অপমৃত্যু এখানে নিত্য হয়।  


রচনা: ১৭ মে, ২০১৬