দর্শনের প্রফেসর শ্রী বিপ্রদাস
অদ্ভুত চিন্তায় মগ্ন বারোমাস।
তামাকের ক্ষেত্র-মাঝে দাঁড়িয়ে
আমগাছের ডালে হস্ত বাড়িয়ে
একদিন প্রফেসর ভাবে নিশ্চুপ
পলকহীন দুনয়নে মূর্তির রূপ।


ছাত্ররা কিছুক্ষণ বসে থেকে ক্লাসে
স্যারের খোঁজে সব বের হয়ে আসে।
দেখে তাঁরে ভাবে সবে এ কী সর্বনাশ
শেষমেষ পাগল হলো স্যার বিপ্রদাস!
ছুটে যায় ছাত্ররা সে স্যারের কাছে
জানতে চায় স্যার কী সমস্যায় আছে।


স্যার কন, সমস্যা তেমন তো নয়,
সারাদিন ভাবছি, কেন সব সময় -
আম গাছে ধরে শুধু আমের পাতা,
কোনদিনও হয়না খারাপ ওর মাথা
তামাকের পাতা কেন ধরে নাকো ভূলে?
তামাকের গাছটা কেন আম্রের ফুলে
ভুল করে জীবনে একদিনও ভরে না?
ছাত্ররা বাক্যহীন মুখে কথা সরে না।
কেউ ভাবে, আহারে কী অমূল্য জ্ঞান
অন্যে ভাবে, বিপ্র স্যারের পাগলামি ধ্যান।


রচনা: ১২ এপ্রিল, ২০১৬