আমার বেয়াড়া মন মানে না বারণ,
হায় রে মানে না বারণ
আমি যখন যা চাই,  উল্টোটা চায় মন
হায় রে মানে না বারণ।


বলি, হে মন হওনা খুশি যা পেয়েছো তাতে
তার চাওয়া যে বেড়েই চলে প্রতি দিন ও রাতে।
ওর বেয়াড়া সে উড়ায়
আমার অঙ্গটা যে পুড়ায়
আমি সই কেমনে এতো জ্বালা, শুধুই অকারণ?
হায় রে মানে না বারণ।


ও যেতে চায় সদায় উজান, কেন তা না বুঝি
সীমার মাঝে বাস যে আমার, অসীম তো না খুঁজি।
ও দেয় না কান সে কথায়
আমায় টানে যথায় তথায়
জানি না হায় কেমনে দিই, তার দুপায়ে বাঁধন?
হায় রে মানে না বারণ।


মন রে! যেদিন শেষ বেলাতে আসবি রে তুই বশে
ঘরখানা তোর হয়তো সেদিন পড়বে ধুলোয় ধ্বসে।
সেদিন ঘরে আসলে রে তুই
বল না তোরে কোনখানে থুই
আমার ভাঙা ঘরে যে সেদিন তোরে করবে না ধারণ!
হায় রে মানে না বারণ।


রচনা: ২ মে, ২০১৬