আমি যে তোমারে বেসেছি ভালো
বলিতে মরি তা লাজে
যোগ্য নই যে ভালবাসার -
ভালোবাসা কি গো সাজে?


নাই আছে রূপ, নাই আছে গুন
না আছে মধুর ভাষা
কেনো তবে হায় আছে গো বৃথায়
বুক ভরা ভালোবাসা
তার সাথে কেনো এই মনে হেন
তোমাকে পাওয়ার আশা?
নাই যদি রূপ শুধু পোড়া ধূপ
লাগে কি মিলন কাজে?


সুরহারা এই গানগুলি মোর
হারায় সুরের গানে
আমার চাহনী দেখে ফেলো তুমি
তাই চাই দূর পানে
যত দূরে যাই ফিরে নাহি চাই
তত যে এ মন টানে।
সুর নাই যার মনোবীণা তার
তোমার সুরে কি বাজে?


নাহি যদি বুঝো নাহি যদি খুঁজো
কি আছে নীরব এ মনে
বুকে যার বাসা সেই ভালোবাসা
থাক এই বুকে গোপনে
জানিবে না হায় জানাবো না তাই
তোমার এ সুখের ক্ষণে।
শুধু নিশ্চুপ গন্ধ বিধূপ
পুড়িব হৃদয় মাঝে।


রচনা: ১৮ এপ্রিল, ২০১৬