হে বিদ্রোহী, আজিকে আবার ফিরে এসো বাংলায়
উত্পীড়িতের ক্রন্দন যেথা কোটি প্রাণে গুমরায়।
স্বৈরাচারীর বুলেট যেথা অত্যাচারীর খড়গ কৃপাণ
গণতন্ত্রের দাবীতে যেথা নিত্য ঝরে প্রতিবাদী প্রাণ।
লুট তরাজ আর চান্দাবাজি যেখানে রাজার নীতি
চাকুরী যেথায় মেধাতে নয়, চায় ঘুষ-দল-প্রীতি।
ক্ষমতাবান ও ধনীরা যেথায় কেড়ে নেয় প্রতিদিন
গরীব চাষী ও বস্তিবাসী ভূমিতে সত্বহীন।
যেখানে মিথ্যা, ভন্ডামী আজ নেতাদের দর্শন
তনুরা যেথায় হাজার নামে শুধু পায় ধর্ষণ।
উত্পীড়িতের ক্রন্দন যেথা বিচার চাহিয়া কাঁদে
সত্যি কথা নিষিদ্ধ যেথা প্রতিদিন সংবাদে
পোষা গুণ্ডারা সন্ত্রাস কাড়ে হাজার চোখের ঘুম
সত্য বাণীর সৈনিক যেথা প্রতিদিন হয় গুম।


এসো কবি, এসো বিদ্রোহী সেথা
এসো শিল্পী, এসো সৈনিক, সত্য ন্যায়ের নেতা।
এসো একসাথে বজ্র-কন্ঠে করি আজ উচ্চারণ -
একটি স্বাধীন দেশ চাই, যেথা রাজা হবে জনগণ।
সেই জনগণ যারা প্রতিদিন পরিশ্রম করে খায়
ভণ্ড, মিথ্যুক, অত্যাচারী হওয়ার শিক্ষা নাই।
সওদা করে স্বাধীনতা যারা বসিয়া সিংহাসনে
সেই জনগণ পাঠাবে তাদের নরক-নির্বাসনে।


রচনা: পার্থ, ৯ এপ্রিল ২০১৬